Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিনাঞ্চলেও সপ্তাহকালের লকডাউন পালিত হচ্ছে কিছুটা ঢিলেঢালাভাবে

২৪ ঘন্টায় আরো ৯০ জন আক্রান্ত মারা গেল একজন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:৫৮ পিএম

দেশব্যাপী সপ্তাহকালের লকডাউন দক্ষিনাঞ্চলেও ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। প্রত্যুষে রাজধানী থেকে আসা নৌযানগুলো অন্তত ৫০ হাজার যাত্রী বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও বরগুনাতে পৌঁছে দেয়ার পরে তাদের ঘরে পৌছার যানবাহন পেতে অনেকটাই হুরোহুরি লেগে যায়। তবে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের সবগুলো শহরেই সকাল থেকেই সিমিতকারে রিক্সা সহ বিভিন্ন ধরনের থ্রী-হুইলার চলাচল অব্যাহত রয়েছে। লকডাউন পালন ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণে মহানগর পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-এর নেতৃত্বে বিএমপি নগরীতে বিশাল র‌্যালী বের করেছে। জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য বিধি না মানায় নগরীতে অভিযান পরিচালনা করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

বরিশাল-ফরিদপুর-ঢাকা, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা, বরিশাল-গোপালগঞ্জ-খুলনা, বরিশাল-পিরোজপুর-খুলনা ও বরিশাল-ভোলা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকলেও সীমিত কিছু থ্রী-হুইলার চলাচল করছে। তবে পণ্যবাহী সব যানবাহন চলছে। ওষুধ ও খাবার দোকান বাদে বরিশাল মহানগরীর বেশীরভাগ দোকানপাট বন্ধ থাকলে কোন কোনস্থানে গোপনে বেচা বিক্রি চলছে। পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর এবং ঝালকাঠিতেও সরকার ঘোষিত লকডাউন শুরু হলেও কোথাও এখনো তা খুব কঠোরভাবে পালিত হচ্ছে না। তবে সর্বত্রই রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত রয়েছে।

এদিকে সোমবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে গত ৬ মাসাধীককালের সর্বোচ্চ ৯০ জন করোনা সংক্রমণের পাশাপাশি ঝালকাঠিতে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে এ জেলাটিতে ২০ জন সহ দক্ষিণাঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৫ জনে। আর আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৪৪ জনে উন্নীত হল। তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় ২০ জন সহ মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। ইতোপূর্বে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যায় অনেক বেশী থাকলেও এখন তা এ চতুর্থাংশেরও নিচে নেমে এসেছে।

গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্ত ৯০ জনের মধ্যে ছোটজেলা ঝালকাঠিতেই আক্রান্তের সংখ্যা ১৯ জন। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এসময়ে ভোলাতেও ২৪ জন আক্রান্তে হয়েছে। এ দ্বীপ জেলায় সোমবার পর্যন্ত ১,১৮৫ জন আক্রান্তের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

তবে করোনার হটস্পট বরিশাল মহানগরীতে গত ২৪ ঘন্টায় ২৪ জন সহ জেলায় ৩৪ জন আক্রান্ত হয়েছে। ফলে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩২৮ জনে। এরমধ্যে মহানগরীতেই প্রায় ৫ হাজার আক্রান্ত হয়েছেন। আর মহানগরীতে ৫১ জন সহ জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরো ৮ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১,৮৪১। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৪৪ জন। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৪জন আক্রান্ত হয়েছেন। জেলাটিতে এ পর্যন্ত ১,২৮৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। এছাড়া বরগুনাতেও নতুনকরে একজন আক্রান্ত হবার খবর দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এনিয়ে জেলাটিতে ১ হাজার ২১ জন আক্রান্তের মধ্যে ২২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ