Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে সেরা দাবি এমবাপের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

তরুণ ফুটবলারদের মধ্যে নিঃসন্দেহে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তিনিই যে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হবেন, সে বিষয়েও দ্বিধাহীন অনেকেই। আত্মবিশ্বাস বাড়াতে নিজেই নিজেকে মেসি-রোনালদোর চেয়েও সেরা মনে করেন এই তারকা। আরএমসি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই কথা বলেন বলেন ২২ বছর বয়সী এ ফরাসি তারকা।

সেই এমবাপে বললেন, আত্মবিশ্বাস বাড়াতে নিজেই নিজেকে মেসি-রোনালদোর চেয়েও সেরা বলেন, ‘যতবার আমি মাঠে নামি আমি নিজেকে বলি যে আমিই সেরা। মেসি-রোনালদোরা যেখানে খেলেছে আমি এখনও সেখানে খেলছি। তারা আমার চেয়ে ভালো খেলোয়াড়, আমার চেয়ে অনেক কিছু বেশি করেছে। কিন্তু...আমি নিজেকে বলি আমি তাদের সবার চেয়ে সেরা। কারণ সেই উপায়ে আপনি নিজেকে কোনো সীমানায় আটকে রাখছেন না এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।’
এক দিক দিয়ে অবশ্য মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে এমবাপে। দুজনের কেউই এখনও জাতীয় দলের হয়ে জিততে পারেননি বিশ্বকাপ। সে কাজ এরই মধ্যে করে ফেলেছেন পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ড।
এই গ্রীষ্মে অবশ্য এমবাপের সুযোগ আছে রোনালদোর পথ ধরে রিয়াল মাদ্রিদে যাওয়ার। তবে আপাতত তার মনোযোগ এ মৌসুমে, যেখানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমবাপে

৮ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ফেব্রুয়ারি, ২০২১
৯ অক্টোবর, ২০১৮
৭ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ