নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চোট নিয়ে ছিটকে যাওয়া নেইমারের অভাব সেভাবে অনুভব করতে দিলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা গোল করলেন, করালেন। নঁতকে উড়িয়ে লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রাখল পিএসজি। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। এমবাপে ছাড়া একবার করে জালের দেখা পান আন্দের এররেরা ও পাবলো সারাবিয়া। আসরের প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা সাত ম্যাচ জিতল পিএসজি। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ১৮ পয়েন্ট নিয়ে লিল দুইয়ে ও রেন তিনে আছে। লিল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
এদিকে, জার্মান বুন্দেসলিগায় জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে হ্যাটট্রিক করা রবের্ত লেভান্দোভস্কিকে এদিন বিশ্রামে রাখেন কোচ। তবে থমাস মুলার ও সের্গে জিনাব্রির নৈপুণ্যে কোলনের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে হান্স ফ্লিকের দল। কোলনে গতবারের ট্রেবলজয়ীদের জয়টি ২-১ গোলের। লিগে এই নিয়ে টানা চতুর্থ জয় পেল তারা। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।