Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্ধলাখ টাকা জরিমানা

রূপসায় ইট ভাটায় অভিযান

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে অবৈধভাবে ইট ভাটা স্থাপন করে ইট নির্মাণ ও সরকারি জমি থেকে মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার অপরাধে আজাদ ব্রিকসসহ ৩ টি ইট ভাটায় গতকাল শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, আজাদ ব্রিকস এর মালিক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক আহম্মেদ সরদার দীর্ঘদিন ধরে সরকারি জমি থেকে মাটি কেটে ইট তৈরী করছিলেন। আজাদ ব্রিকস ভ্রাম্যমান আদালতের কাছে মুচলেকা দিয়েছে। কিছুদিন আগে এই ইট ভাটাকে একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। বিবিআই ও মদিনা ব্রিকস এ অভিযান পরিচালনা করে রেজিষ্ট্রেশন না থাকার অপরাধে মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ