বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে প্রভাবশালী এক নেতার ইট ভাটার তাপে পুড়ে যাচ্ছে প্রতিবেশীদের ফলজ বাগান। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা গণস্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফল পায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী (গুদিঘাটা) গ্রামে জনৈক প্রভাবশালী আবু জাফর ফরাজি বাগানের মধ্যে ৮/১০ বছর ধরে অবৈধভাবে ইটের ভাটা পুড়িয়ে আসছে। এতে আশপাশ এলাকার ফলজ বাগানের নারিকেল, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ ইতোমধ্যে পুড়ে লাল হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসি শত অনুরোধ করেও ইটভাটা বন্ধ করাতে পারেনি।
এব্যপারে আবু জাফর ফরাজির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস বলেন, ইট পাঁজা গুলোর কোন অনুমোদন প্রশাসন দেয়নি। কৃষিজমি নষ্ট করে ইটের পাঁজা স্থাপন বেআইনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।