পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনাজপুরের ফুলবাড়ীতে আবাদী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার স্টিমসহ ধ্বংসসহ যাবতীয় কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও দিনাজপুর র্যাব-১৩ এর সহযোগিতায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিট্রেট আবু হাসান অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের সনদ ছাড়ায় অবৈধভাবে চলতে থাকা এই ইটভাটাটি বন্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর র্যাবের কোম্পানী কমান্ডার এএসপি আহসান হাবিব, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সোহেল রানা প্রমূখ।
স্থানীয়সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই এই ইটভাটাটি জনবসতিপূর্ণ এলাকা ফসলি জমির কাছে স্থাপন করা হয়। যে কারণে ইটভাটার আশপাশের ফসল ও শাকসবজির চাষ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এলাকার কৃষকরা ভাটাটি বন্ধের জন্য বিভিন্ন সময় কৃষি বিভাগের দারস্থ হয়। তবে দীর্ঘদিন পর ভাটাটি বন্ধে সংশ্লিষ্ট বিভাগ উদ্যেগ নেয়ায় এলাকার কৃষকের ফসলী জমি পুনরায় আবাদযোগ্য হবে বলে জানান ওই এলাকার ভুক্তভোগী কৃষক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।