Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এসএসসির ফরম পূরণ

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাউফলের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। বরিশাল শিক্ষা বোর্ড থেকে ১৯৫০ টাকা ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু বাউফলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে।
সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক শফিজ উদ্দিন রাড়ি বলেন, এই বিদ্যালয় থেকে আমার নাতি আল কাইয়ুম এবার এসএসসি পরীক্ষা দিবে। শ্রেণি শিক্ষক আমাকে মোট ৪২৩৫ টাকা পরিশোধের কথা বলেছেন। অপর এক অভিভাবক রেবেকা বলেন, আমার ছেলে ইমতিয়াজের ফরম পূরণের জন্য ৪০০০ টাকা চেয়েছেন। এছাড়াও নওমালা মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ধানদি মাধ্যমিক বিদ্যালয়, ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিন্ন সুরে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৩০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে ইতোমধ্যে শিক্ষকদের সতর্ক করা হয়েছে।
তারপরও কোন বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ