বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিদ্ধিরগঞ্জ উপজেলা সংবাদদাতা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কঠোর হুশিয়ারিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত দুই হাজার টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার পরীক্ষার ফরম পূরণ করতে সকালে নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকাস্থ শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জহিরুল হক ও ম্যানেজিং কমিটির সভাপতি পদহীন আওয়ামী লীগ নেতা তোফায়েল হোসেনসহ কর্তৃপক্ষের এমন অনৈতিক কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আজ রোববার ফরম পূরণে শেষ দিন হলেও অসংখ্য পরীক্ষার্থী কর্তৃপক্ষের দাবিকৃত অতিরিক্ত দুই হাজার টাকা পরিশোধ করে ফরম পূরণ করতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। অত্র বিদ্যালয় থেকে ৩শ’ ৪২ জন ছাত্র-ছাত্রী আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।