Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গঙ্গাচড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া রংপুর উপজেলা সংবাদদাতা

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টাকা পরিশোধ করতে বেশির ভাগ শিক্ষার্থীর পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ড নিয়মিত প্রতি শিক্ষার্থীর কাছ থেকে সর্বসাকুল্য ১৩৮৫ টাকা ফি আদায়ের নির্দেশ দিয়েছে। কিন্তু গঙ্গাচড়া উপজেলার বেশির ভাগ প্রতিষ্ঠান মানবিক শাখায় ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা এবং বিজ্ঞান শাখায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা আদায় করছে। এ ছাড়া নির্বাচনী পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের কাছ থেকে ওই ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করছে। অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত বোর্ড ফির সঙ্গে কোচিং ফিসহ বিদ্যালয়ের অন্যান্য ফির কথা বলে বোর্ড ফির দ্বিগুণ টাকা আদায় করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, প্রধান ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে নির্ধারিত টাকা আদায় করছে। বোর্ড থেকে ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। বেশি নেয়ার সুযোগ নেই। তবে বোর্ড ফি ছাড়া বিদ্যালয়ের অন্যান্য ফি নেয়ার কারণে এক বিদ্যালয়ের সঙ্গে অন্য বিদ্যালয়ের ফি নেয়ার মিল পাওয়া যাবে না। বিদ্যালয়ের ফিগুলো টেস্ট পরীক্ষার সময় নেয়ার জন্য বোর্ড থেকে মৌখিক নির্দেশ ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম জানান, বোর্ড থেকে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। কেন্দ্র সচিবদের সঙ্গে আলোচনা করে বোর্ড নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত অর্থ না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গঙ্গাচড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ