Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইক্লিংয়ের প্রথম দিন সেরা সেনাবাহিনীই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৯:২৯ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সাইক্লিং প্রতিযোগিতার প্রথম দিনে সেরা বাংলাদেশ সেনাবাহিনীই। শুক্রবার হাতিরঝিলে অনুষ্ঠিত তিনটি ইভেন্টের মধ্যে দু’টিতে স্বর্ণপদক জিতে নিয়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। এদিন দিনের প্রথম ইভেন্ট পুরুষদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে এক ঘণ্টা ৩২ মিনিট ০৫ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন সেনাবাহিনীর মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন। এক ঘণ্টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ডে বাংলাদেশ জেলের নিয়ামুল ইসলাম, খন্দকার মাহাবুব, তাম্মাত বিন খায়ের ও আবদুল্লাহ আল পারভেজ রুপা এবং এক ঘণ্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন চট্টগ্রাম জেলার দবির আলম, পাভেল আজাদ, আলাউদ্দিন ও রাফাত মজুমদার। নারীদের ৬০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে ৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ডে সেনাবাহিনীর শিল্পি খাতুন, কবিতা রায়, সুবর্ণা বর্মা ও সমাপ্তী বিশ্বাস স্বর্ণ, ৫৪ মিনিট ৪১.১২ সেকেন্ডে বাংলাদেশ আনসারের (শরিফা আক্তার তানিয়া, রুমি খাতুন, নাবিলা ইসলাম মালা ও তিথী বিশ্বাস রুপা ও এক ঘণ্টা ০২.৮৩ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ¯িœগ্ধা আক্তার, আজিজা সুলতানা, নাসিমা আক্তার ও আঞ্জুমান। এদিকে পুরুষদের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজ্যুয়াল টাইম ট্রায়ালে চট্টগ্রাম বিভাগের রাকিবুল ৪৫ মিনিট ৫৯.০৯ সেকেন্ডে স্বর্ণ, দিনাজপুরের আদনান রহমান ৪৬ মিনিট ০২.২৫ সেকেন্ডে রৌপ্য ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিপন কুমার বিশ্বাস ৪৬ মিনিট ৫৯.৭৪ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও অ্যাডভোকেট সানজিদা খানম এমপি এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন। শনিবার একই ভেন্যুতে পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়াল, এলিমিনেশন রেস, ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ও ১৫০০০ মিটার স্ক্র্যাচ রেস এবং নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়াল, এলিমিনেশন রেস ও ৮০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ইভেন্টের খেলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইক্লিং

১৮ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ