Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিজয় দিবস সাইক্লিং শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৮:০০ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২০

মুজিববর্ষ বিজয় দিবস সাইক্লিং প্রতিযোগিতা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। নয়টি ইভেন্টে প্রায় দু’শতাধিক সাইক্লিংষ্ট অংশ নেবেন এ প্রতিযোগিতায়। এর মধ্যে পুরুষদের পাঁচটিতে ১৪০ জন ও নারীদের চারটি ইভেন্টে খেলবেন ৮০ জন নারী সাইক্লিষ্ট। ইভেন্টগুলো হলো- পুরুষদের ১০ হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, চার হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, ছয় হাজার মিটার স্ক্যাচ রেস জুনিয়র, ছয় হাজার মিটার মাউন্টেন বাইক সিনিয়র ট্র্যাক ও চার হাজার মিটার মাউন্টেইন বাইক জুনিয়র ট্র্যাক। নারীদের ইভেন্টগুলো হলো- চার হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, দুই হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, দুই হাজার মিটার পারস্যুট জুনিয়র ও দুই হাজার মিটার মাউন্টেইন বাইক সিনিয়র ট্র্যাক। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইক্লিং

২২ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ