মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আইএসকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন দম্পতির বিরুদ্ধে। স্থানীয় সময় গত বুধবার আইএসে যোগ দিতে ইয়েমেনে যাওয়ার চেষ্টার সময় আটক হয়েছেন তারা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে আদালতে দেওয়া হয় অভিযোগপত্র। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা থেকে আসা জেমস ব্র্যাডলি (২০) ও অরোয়া মুথানাকে (২৯) কার্গো জাহাজে ওঠার চেষ্টা করার সময় বুধবার নিউ জার্সিতে আটক করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ২০১৯ সাল থেকে ব্র্যাডলির মধ্যে সহিংস মনোভাব দেখা গেছে। গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৌশলে তার কাছ থেকে আইএস জঙ্গিদের মতাদর্শে বিশ্বাস করার কথা জেনে নেয়। তিনি বারবার ওয়েস্ট পয়েন্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে হামলার পরিকল্পনার কথা বলেন। আদালত সূত্রে জানা গেছে, ব্র্যাডলির বন্ধুকে ২০১৯ সালে তালেবান জঙ্গি দলে যোগ দেওয়ার পরিকল্পনার জন্য আফগানিস্তানে যাওয়ার পথে আটক করা হয়। সে সময় থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নজরে রয়েছেন তিনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।