Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি অধ্যাপক আলমগীর কবীর

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১১:৫১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ৯(১) ধারা অনুযায়ি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও অধ্যাপক আলমগীর কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ১৯৯৩ সনে পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়ে অনার্সে ১ম শ্রেণীতে ২য় স্থান এবং মাস্টার্সে ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন তিনি। এরপর ২০০০ সনে একই বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ২০১৫ সনে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০১০ সনে বঙ্গবন্ধুু ফেলোশীপ অন আইসিটি নিয়ে মালয়েশিয়াতে পি.এইচ.ডি. করতে যান। ২০১৪ সনে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তিনিই ১ম বাংলাদেশী যিনি পি.এইচ.ডি গবেষনার সময় সর্বোচ্চ সংখ্যক ১৮টি গবেষনা পত্র বিশ্বখ্যাত জার্নালে প্রকাশ করেন এবং অর্জন করেন “PhD Candidate with Highest Impact Publication Awards-2013”. দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে তার বর্তমান গবেষনা পেপারের সংখ্যা ৩৫ এর অধিক যাদের মধ্যে ১৫ টির অধিক। তাছাড়া জার্মানির বিখ্যাত বিশ্ববিদ্যালয় Biclefeld University তে একটি ৩-ক্র্যাডিট এর কোর্স সম্পন্ন করেন। তিনি শিক্ষা ও গবেষনা কাজে ভ্রমন করেছেন বিভিন্ন দেশ: তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- মালয়েশিয়া, সিংগাপুর, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানী। বিভিন্ন দেশ/প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত একাডেমিক জার্নালের নিয়মিত রিভিউয়ার এবং বেশ কয়েকটি আর্ন্তজাতিক মানের জার্নালের এডিটরিয়াল কমিটির সদস্য।

অতিথি শিক্ষক হিসাবে একাডেমিক উন্নয়নে কাজ করেছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালর্স, সাউথ-ইস্ট ইউনির্ভাসিটি তাদের মধ্যে উল্লেখযোগ্য। বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানের অধিনে জাতীয় ও আর্ন্তজাতিক মানের বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ