বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন জেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে উচ্চ মাত্রার করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো পাহাড়ী জেলা খাগড়াছড়িতে রাত ১০ টার পর জরুরী সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালত চলছে। অপরদিকে-করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন আমান্য করার দায়ে ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মার্চ) সকালে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা চত্বর ও পুলিশ বক্সের সামনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হয়েছে মাস্ক।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (ববি) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জন এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসময় তিন জনসহ মোট ১৯ জনকে ৪ হাজার ২৫০টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।