মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে। যেখানে মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মসজিদে শুধু পুরুষরাই তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে এ জন্য কঠোর স্বাস্থ্যবিধি ও দিকনির্দেশনা মানতে হবে। নারীদের ঘরে বসেই পড়তে হবে তারাবিহ। ইশা ও তারাবিহ মিলে ৩০ মিনিট সময় নির্ধারণ করে আমিরাতের মসজিদে তারাবিহ পড়ার দিকনির্দেশনা জারির খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো- * মসজিদের ভেতরে ইফতার করা যাবে না। * ইফতারের জন্য তাঁবু স্থাপনও নিষিদ্ধ থাকবে। * ইফতার সরবরাহে কোনো বিজ্ঞাপন কিংবা বিশেষ অফার অনুমোদন দেওয়া যাবে না। * কোনো রেস্টুরেন্টও উন্মুক্ত চত্বরে ইফতার বা খাবার পরিবেশন কিংবা সরবরাহ করতে পারবে না। * কেউ কারো বাড়িতে যাবে না। এমনকি পারিবারিক জমায়েতসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন। * একজনের সঙ্গে অপরজনের দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। * সরকার নির্ধারিত দাতব্য সংস্থা ছাড়া অন্য কেউ বিনামূল্যে খাবার (ইফতার-সাহরি ও পানি) সরবরাহ করতে পারবে না। * সরকার নির্ধারিত দাতব্য সংস্থাও আসরের নামাজের পর থেকে খাবার সরবার শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে (এক ঘন্টার মধ্যে) শেষ করবে। * এ সময় কেউ কাউকে পবিত্র কুরআন মাজিদসহ অন্যান্য উপহার বিতরণ করতে পারবে না। উপহার বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।