বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে হেফাজতের হরতালে জামায়াত-শিবিরের তান্ডবের ঘটনায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) রাতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান। মামলায় ১৬ জনের নামোল্লেখ করে এজাহারে আসামি করা হয় অজ্ঞাত ২০০ জনকে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত কওে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, শনিবার সিলেট নগরীর নয়াসড়ক থেকে আটক করা হয় জামায়াতে ১৪ নেতাকর্মীকে। পরদিন কালিঘাট-বন্দরবাজার থেকে আটক আরো ৫জনকে করে পুলিশ। তাদের মধ্যে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৪ জনকে। এছাড়াও এজাহারে অজ্ঞাত আরো দেড় থেকে দুইশ জনকে আসামী করে করা হয়েছে মামলা।
এদিকে গত রোববার মোদী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয় সিলেটেও। ভোর থেকে সিলেটের রাস্তায় নেমে পড়েন হেফাজতের নেতা-কর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন হেফাজত নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে হেফাজতের মিছিল শেষে চলে যাওয়ার পর পরবর্তী সময়ে জামাত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের হামলা করে তান্ডব চালায়। এসময় পুলিশ ৫ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ৩ জনকে মামলায় দেখানো হয়েছে গ্রেফতার । তারা হলেন কিশোরগঞ্জ সদরের বাজিতপুরের মো.শাহিন মিয়ার পূত্র বর্তমানে নগরের ছড়ারপাড়ের বাসিন্দা মো. নিবর (১৯), একই এলাকার আনোয়ার হোসেনের পূত্র মো. হাছিব (২০), ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের ধরমন্ডল গ্রামের আহমদ আলীর পূত্র দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির বাসিন্দা শাহীন আহমদ (১৯)। নয়াসড়ক থেকে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী হলেন- নগরীর উপশহর ই ব্লকের ৬নং রোডের বাসিন্দা জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের ফখর উদ্দিনের পূত্র জুয়েল আহমদ (২০), নগরীর সুরমা টাওয়ারের বাসিন্দা সুনামগঞ্জ জেলার ছাতক সেওতরছড় গ্রামের মৃত আমীর আলীর পূত্র জুনেদ আহমদ (২২), নগরীর বাদামবাগিচার ৩৮/৪ নম্বর বাসার মৃত আবু উবায়দার পূত্র মো. মিজানুর রহমান মুন্না (২১), নিপবন আবাসিক এলাকার বাসিন্দা সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুকখাড়ার শিবাহ উদ্দিনের পূত্র মো. খায়রুল হাসান (২৪), জালালাবাদ থানার উমাইরগাঁও’র আবদুল মান্নানের পূত্র মো. মাজহারুল ইসলাম (২০), নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই’র মাহমুদ আলীর পূত্র মো. তোফায়েল আহমদ (২১), নগরীর ইসলামপুরের বাসিন্দা মৌলভীবাজার বড়লেখা সদরের আতিকুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (২০), নেত্রকানা জেলার খালিয়াজুড়ি থানার বল্লি গ্রামের মোজাম্মেল হোসেনের পূত্র মো. আলী মর্তুজা (২৩), সিলেটের দক্ষিণ সুরমা হবিনন্দির মৃত মিছবা উদ্দিনের পূত্র মো. নাজিম উদ্দিন রেজা (২৫), দক্ষিণ সুরমার খালপাড়ের ময়না মিয়ার পূত্র মো. মাহবুবুর রহমান (২১), ফেনী জেলা সদরের উত্তর ফাজিলপুরের আবুল কালামের পূত্র মো. জাহিদুল ইসলাম (২৩), সিলেট নগরীর মিতালি টিভি গেইটের মৃত আবদুল করিমের পূত্র মো. তাহের আহমদ (২২), উপশহর এ ব্লকের ৪১ নম্বর বাসার মো. শামসুল ইসলামের পূত্র মো. মোজাহিদুল ইসলাম, শাহপরাণ থানার মুক্তিরচরের ইরফান আলীর পূত্র মো. সাইদুর ইসলাম (২২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।