মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৫ বছরের জন্য ‘কৌশলগত সহযোগিতা’ চুক্তি করেছে ইরান ও চীন। বেইজিংয়ের হাজার কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিস্তারের অংশ হিসেবে শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হলো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাঁচ বছর আগে এই চুক্তির ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল তেহরান ও বেইজিংয়ের মধ্যে। অবশ্য শনিবার এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। ইরানের সবচেয়ে বড় ব্যবসায়ীক অংশীদার হচ্ছে চীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে ও পরে তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল বেইজিং। চুক্তি স্বাক্ষরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এটি রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক’ উপাদানগুলো যুক্ত হয়েছে। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই চুক্তি ইরান-চীনা সম্পর্ককে অত্যন্ত গভীর করবে।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি এই চুক্তিকে ‘সঠিক ও যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।