Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের আগেই বরিশালে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান ও ১৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৭:৩২ পিএম

ভোটের আগেই বরিশালের ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। একইভাবে বিভিন্ন ইউনিয়নের ১৫ জন সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় সংসদের ন্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান, এমনকি সদস্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবার রেকর্ড হতে যাচ্ছে আসন্ন ইউপি নির্বাচনে। ১১ এপ্রিল বরিশাল জেলার ৫০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহার শেষে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নানা কারনে এসব ইউনিয়গুলোতে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়পত্র প্রত্যাহার করে নেয়ায় একজন মাত্র প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তবে এসব ইউনিয়নে সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাওয়া ১৪ চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন- বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে গোলাম মোর্শেদ, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নে সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নে শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নে মো: সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নে আব্দুল জলিল ঘরামী ও উদয়কাঠি ইউনিয়নে রাহাদ আহম্মেদ ননী, মুলাদী উপজেলার সদর ইউনিয়নে কামরুল আহসান, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন আব্দুল হালিম সরদার, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়নে নূর আলম সেরনিয়াবাত, বাটাজোর ইউনিয়নে আব্দুর রব হাওলাদার, চাঁদশী ইউনিয়নে নজরুল ইসলাম এবং বার্থী ইউনিয়নে আব্দুর রাজ্জাক।

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, জেলার ৫০টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন ১৯৯ জন। যার মধ্যে ১৪ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে সদস্য পদে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ