Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটু মন্তব্যকারীদের উদ্দেশে কনকচাঁপার কড়া জবাব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ফেসবুক পেজে ভক্তদের নানা মন্তব্যে তারকারা যেমন উৎসাহিত হন, তেমনি বিভিন্ন কটু মন্তব্যে আঘাত পান। সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু মানুষের মন্তব্যে ক্ষুদ্ধ হন। কনকচাঁপা বরাবরই বিভিন্ন গঠনমূলক পোস্ট দিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেন। তবে মাঝে মাঝে কিছু মন্তব্যে বিব্রতও হন। এ নিয়ে কনকচাঁপা তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা ভালো আছেন। এটা আমার অফিসিয়াল এবং অফিসিয়ালি ভেরিফায়েড পেজ। আমি একজন কণ্ঠশিল্পী। কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেই। আমি আমার পরিবারের মূল্যবোধকে সম্মান করি। আমার স্বামী একজন সঙ্গীত পরিচালক। আমরা দুজনেই একই অঙ্গনে কাজ করি এবং স্বামী ছাড়া কখনো কোনদিন কোন গানের অনুষ্ঠানে যাই না। আমি ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলি। কথা হলো, আপনারা আমাকে অনেক সম্মান করেন ভালোবাসেন, স্নেহ করেন। আমি সেজন্য আল্লাহর কাছে আপনাদের মঙ্গল কামনায় দোয়া করি। আমি আপনাদের অন্তহীন ভালোবাসায় কৃতজ্ঞ। কিন্তু হঠাৎ হঠাৎ দু-একটা কমেন্ট আমাকে আহত করে। আপনাদের ধারণা শিল্পী হলেই তারা নষ্ট মানুষ! সবাই কি এক? আর আপনারা বিচার করার কে? আপনার বিচার কে করবে? পরকালে আল্লাহ যদি অনুগ্রহ না করেন তো অনেক ইবাদত করলেও আমরা কেউই কি আমাদের আমল দিয়ে বেহেশতে যেতে পারব? যদি আল্লাহ স্বয়ং অনুগ্রহ না করেন তো আউলিয়াগণও দুশ্চিন্তায় থাকবেন। কনকচাঁপা লিখেন, আমি রক্ষণশীল পরিবারের কন্যা। আমার গানের সময়টুকু ছাড়া কেউ আমাকে দেখবেই না। আমার বাসায় কোনো সাঙ্গীতিক পরিবেশই নাই, নাই বন্ধুবান্ধব শিল্পী-সাংবাদিকদের অপ্রোয়জনীয় আড্ডা! ছত্রিশ বছরের বিবাহিত জীবনে দুই সন্তানের জননী আমি। এখন তিনজন নাতি-নাতনির নানী এবং দাদী। আপনারা আমাকে দোয়া করবেন যেন ভালো কিছু কাজ মানুষের জন্য করতে পারি। কটাক্ষ করে মন্তব্যকারীদের উদ্দেশে তিনি লিছেন, আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি? কোরআন মজিদ নিয়ে বসুন। আমার নামাজ, আমার তসবিহ তাহলীল, আমার কোরআন মজিদ, আমার রোজা, আমার তাহাজ্জুদ, আমার নফল ইবাদতের হিসাব আমি আর আমার আল্লাহ বুঝব। উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিন। নিজের হিসাব নিয়ে ভাবেন। কমেন্ট করার সুযোগ পেলেই বাজে কমেন্টের অভ্যাস ছাড়–ন। নিজের পরিচয় নিজে দিন, নিজের আখের নিজে গোছান। স্ট্যাটাসের শেষে তিনি লিখেন, ভাবছি আমার পেজটা মুছে ফেলবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনকচাঁপা

১১ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ