প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী ও এবারের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে পদপ্রার্থী কনকচাঁপার নিজ নামের ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাকড হয়েছে। তিনি জানান গত ২৯ নভেম্বর আনুমানিক রাত ৯.৩০ মিনিট তার ফেসবুক আইডি ও ফ্যান ডেজ হ্যাকড করা হয়েছে। বিষয়টি হ্যাকড হবার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারার পর পরই সাইবার ক্রাইমে অবগত করেন কনকচাঁপা। সাইবার ক্রাইম থেকে ধৈর্য্য ধরে অপেক্ষা করে তা উদ্ধার করার চেষ্টা করার কথা বলায় হয়। সেদিন রাতেই পল্টন থানায় এ ব্যাপারে তিনি সাধারণ ডায়েরীও করেন, যার জিডি নং ১৯৭০। কনকচাঁপা বলেন, ‘বিগত বেশ কয়েকদিন আমি চেষ্টা করেছি আইডি এবং ফ্যান পেজ উদ্ধারের জন্য। কিন্তু কোনভাবেই তা উদ্ধার করা যাচ্ছে না। আমি বিষয়টি সাইবার ক্রাইমে অবগত করেছি। পাশাপাশি পল্টন থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরীও করেছি। যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যান পেজ আপাতত আর আমার কন্ট্রোলে নেই তাই যদি এর পরবর্তী সময়ে কোন ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেয়া হয় তাহলে এর দায়ভার আমার থাকবে না। আমি একজন সঙ্গীতশিল্পী, এদেশের গান পাগল আমার গান ভালোবেসে তারা আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারাজীবন কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ কনকচাঁপা জানান, সাইবার ক্রাইম থেকে এখনো চেষ্টা করা হচ্ছে তার আইডি ও ফ্যান পেজ উদ্ধারের জন্য। এদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন কনকচাঁপা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।