প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সঙ্গীত জীবনে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনকচাঁপা। তার স্বামী সুরকার-সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সযর ও সঙ্গীতে একটি গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। গানের কথা হচ্ছে ‘রাতের জলসা ঘরে নাচে চন্দ্রমুখী, দেবদাস জানেনা সে কতো দুঃখী’। লিখেছেন হুমায়ূন কবির। এটি নির্মাণ করেছেন মইনুল ইসলাম খান নিজে। সম্প্রতি ভিডিওটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন জেড এইচ মিন্টু এবং কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন মোত্তাকিনূর রহমান ওয়াসেক। দেবদাস চরিত্রে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বিপ্লব সাহা, পাবর্তী চরিত্রে অনন্যা বণিক এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন কত্থক নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিমি। মইনুল ইসলাম খান জানান, যারা এতে মডেল হিসেবে অভিনয় করেছেন তাদের কেউই পারিশ্রমিক নেননি। তিনি বলেন, ‘আমার কাছে সবসময়ই মনে হয়েছে গান হচ্ছে শুধুমাত্র শোনার বিষয়। কিন্তু গান এখন দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এটা সময়ের দাবী। তাই আমার একান্ত ভালোলাগার একটি গান দিয়েই নির্মাতা হিসেবে আমার যাত্রা শুরু।’ কনকচাঁপা বলেন, ‘গানটি যখন তিনি তৈরী করেন তখন ভীষণ ইচ্ছে ছিল গানটি করব। কারণ তার কাজ সবসময়ই ভাল হয়। শেষ পর্যন্ত গানটি আমি গেয়েছি। মিউজিক ভিডিওতে গানটির উপস্থাপন অসাধারণ হয়েছে। বিশেষ করে বাইজী ঘরের মোগল আমলের কিছু ছবি আমার মনের মতো করেই আঁকা।’ মইনুল ইসলাম খান জানান, আসছে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউবে তার প্রথম মিউজিক ভিডিওটি দেখা যাবে। উল্লেখ্য মিউজিক ভিডিওটির শুরুতে কনকচাঁপার গানে গানে দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীর গল্প উঠে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।