Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে পাঁচ শিল্পীর পাঁচ গান উপহার পেলেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গত ১১ সেপ্টেম্বর ছিলো জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা’র জন্মদিন। এবারের জন্মদিনে তিনি ভিন্নরকম উপহার পেয়েছেন। কনকচাঁপার স্বামী সুরকার, সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সুর করা পাঁচটি জনপ্রিয় গান এই প্রজন্মের পাঁচজন শ্রোতাপ্রিয় শিল্পী গেয়ে কনকচাঁপাকে জন্মদিনের উপহার হিসেবে শ্রদ্ধা জানান। কনকচাঁপা জানান, প্লে-ব্যাকে তার যাত্রা শুরু হবার আগেই গানগুলো গেয়ে তিনি শ্রোতাদের সাড়া পান। গানগুলো হচ্ছে ‘আমি নই সেই বনলতা সেন’ (লেখা সেজান মাহমুদ), ‘আজ আর কোন চাওয়া নেই’ (লেখা নজরুল ইসলাম বাবু), ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ (লেখা সেজান মাহমুদ), ‘তুমি তো দূরের এখন’ (লেখা কবির বকুল), ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ (লেখা কবি কাজী রোজী)। প্রত্যেকটি গানের সুর সঙ্গীত করেছেন মইনুল ইসলাম খান। ‘আমি নই সেই বনলতা সেন’ গেয়েছেন ঝিলিক, ‘আজ আর কোন চাওয়া নেই’ গেয়েছেন সালমা, ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ গেয়েছেন হৈমন্তী রক্ষিত, ‘তুমি তো দূরের এখন গেয়েছেন’ লুইপা এবং ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ গানটি গেয়েছেন রন্টি দাস। গত ১২ সেপ্টেম্বর কনকচাঁপা ফেসবুকে তার নিজের ওয়ালে শেয়ার করার পর থেকেই গানগুলোতে নিজেদের গায়কীর জন্য বেশ প্রশংসিত হচ্ছেন এই প্রজন্মের শিল্পীরা। কনকচাঁপা বলেন, ‘আমি আমার সন্তানতুল্য কন্যাদের কাছ থেকে এবারের জন্মদিনের উপহার হিসেবে গানগুলো চেয়ে নিয়েছি। এর চেয়ে ভালো উপহার হয় না। ওদের বলা মাত্রই ওরা এই করোনাকালে অনেক কষ্ট করে গানগুলো গেয়েছে। নিষ্ঠার সাথে সুরকার সাহেবের সাহায্য ছাড়াই নিজে নিজে গেয়েছে। এ ধরনের গান ওরা সচারাচর গায়না, তারপরও সাহস করে গেয়েছে এবং আমি খুব খুশি হয়েছি। রন্টি, সালমা, হৈমন্তী, লুইপা, ঝিলিকের প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। তাদের চলার পথ আরও সুগম হোক। হৈমন্তী, লুইপা, সালমা, রন্টি ও ঝিলিক নিজেদের কন্ঠে গানগুলো তুলে নিতে পেরে নিজেরাও বেশ গর্বিত। আগামীতেও তারা এই ধরনের গান গাওয়ার মধ্যদিয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন। কনকচাঁপা’র এই ভিন্নধর্মী প্রয়াস আরো অনেককেই আগামীদিনে উৎসাহ দিবে বলে তারা আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনকচাঁপা

১১ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ