প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার চার নম্বর গ্যালারিতে শুরু হয়েছে সঙ্গীতশিল্পী কনকচাঁপার প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘দ্বিধার দোলাচল’। এতে কনকচাঁপার স্কুল জীবনের আঁকা ছবি থেকে এই সময়ের আঁকা একশোটিরও বেশি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত চিত্রশিল্পী ও পরিচালক খালিদ মাহমুদ মিঠুকে। জীবনের প্রথম চিত্রপ্রদর্শনী নিয়ে কনকচাঁপা বলেন, ‘শিল্পী হিসেবে আমার জনপ্রিয়তা বাবা উপভোগ করে গেছেন। কিন্তু একজন লেখক বা চিত্রশিল্পী হিসেবে আব্বা আমাকে দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পরই আসলে বাবার রঙ-এর বাক্স মা আমার হাতে তুলে দেন এবং আমাকে আঁকাআঁকিতে অনুপ্রেরণা যোগান। সেই অনুপ্রেরণা এবং বাবার প্রতি শ্রদ্ধা রেখেই কিছু ছবি এঁকেছি। তবে জীবনের এই পর্যায়ে এসে মনে হলো আমার গানগুলো যেন ছবি হয়ে যাচ্ছে। আমি শূন্য থেকে এসেছি, শূন্যতেই মিলিয়ে যেতে চাই। যা কিছু আমার সত্যিই থেকে যাবে তাই হয়তো পৃথিবী লালন করবে বহুকাল। সবার দোয়া চাই।’ উল্লেখ্য, কনকচাঁপার প্রদর্শনী আজ শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।