Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু পাচার ঘটনায় এবার আদালতের দ্বারস্থ বিনয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

গরু পাচার ঘটনার নয়া মোড়। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন গরু পাচার ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিনয়। উল্লেখ্য, আসানসোলের এক আদালতে বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিনয় মিশ্রের বিরুদ্ধে লুক আউট সার্কুলার ও ওয়ারেন্টও জারি করা হয়েছে। এর আগে, এই মামলায় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু বাড়িতে এই নেতার খোঁজ মেলেনি। এরপরেই তার গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আসানসোলে বিশেষ আদালতে আবেদন জানায় সিবিআই। প্রসঙ্গত, গরুপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশ মিশ্রের উপর নজর রেখেছিল। ২৫ জানুয়ারি নিজাম প্যালেস বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু, বিকাশ মিশ্রের কোন উত্তরই সন্তুষ্ট করতে পারেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, কয়লা এবং গরু পাচার চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে এই যুব তৃণমূল নেতার। এদিকে, বেআইনি কয়লা পাচারে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি থেকে গ্রেফতার করা হয়ে
তাঁকে। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ