বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ছিনতাই মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত এক আসামি পলাতক ছিলেন। রাষ্টপক্ষ এ মামলার অপর পাঁচ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমান করতে না পারায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বাচ্চু হাওলাদার (পলাতক) গোলাম মোস্তাফা ও বেলাল হোসেন বেলা। আদালত এদের প্রত্যেককে সাত বছরের সশ্র্রম কারাদন্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে। অপর আসামি জিকরুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ এপ্রিল বড় বাজারের তেল ব্যবসায়ি গোপাল সাহা তেল বিক্রির নগদ টাকা নিয়ে রিক্সাযোগে বাসায় যাচ্ছিলেন। শান্তিধাম পুলিশ ক্লাবের সামনে পৌছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তার রিক্সার গতিরোধ করে কাছে থাকা টাকার ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষুর মেরে ব্যাগটি নিয়ে বেবীট্যাক্সি যোগে ফেরীঘাটের দিকে চলে যায়। তার ব্যাগে নগদ ১১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা ছিল। তার চিৎকার শুনে ঔষধ কোম্পানীর একজন প্রতিনিধি বেবীট্যাক্সির পিছুু নিলে ছিনতাইকারীরা খালিশপুর নুরনগর মসজিদ গলিতে ট্যাক্সিটি ফেলে পালিয়ে চলে যায়। পরে ওই ঘটনায় তিনি আাসমিদের অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মর্কর্তা ২০১০ সালের ৬ মার্চ আদালতে ৯ জনের নামে চার্জশীট দাখিল করেন। রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন এড, সাব্বির আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।