Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দিনেদুপুরে গুলি করে হত্যা

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ২:০৭ পিএম

রাজধানীর দক্ষিণ খান থানার সংলগ্ন সড়কে দিনেদুপুরে আব্দুর রশিদ নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার (২৪ মার্চ) সকালে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টায় স্থানীয় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। লাশ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তির লাশ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৪ মার্চ, ২০২১, ২:৫৩ পিএম says : 0
    দেখা যাইতেছে এখন রাস্তায় আরম্ভ সামনে ঘরে ঘরে হবে।মানুষ আজ অমানুষ হইতেছে দয়া মায়া কিচু নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ