মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে।
সম্প্রতি চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতনের ঘটনায় চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় চীনের চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়াদের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধান রয়েছেন।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রাসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আলাদা একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এছাড়া তারা জঘন্যভাবে মিথ্যাচার ও ভুল তথ্য প্রচার করছে। হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার ভুল সংশোধন না করলে চীনও তাদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।