বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ও ঝালকাঠি বাস শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার জের ধরে আবারো ঝালকাঠি থেকে বরিশাল সহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাস চলাচলে ধর্মঘট শুরু হয়।
ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার রাতে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছেন। এদিকে, ধর্মঘটের ফলে বরিশাল থেকে খুলনা সহ পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাটের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। আকষ্মিক এ ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।
এদিকে বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতির সমন্বয় পরিষদের সভাপতি ও রূপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাউসার হোসেন শিপন সাংবাদিকদের জানান, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের এক বহিরাগত সন্ত্রাসী সুমন মোল্লা দলবল নিয়ে বিভিন্ন সময়ে ঝালকাঠী মালিক সমিতির বিভিন্ন গাড়ী থেকে জোর পূর্বক চাঁদাবাজি করে আসছিল। সোমবার তারা চাঁদা না পাওয়ায় ঝালকাঠী রুটের গাড়ীর স্টাফদের মারধর করা ছাড়াও ১২Ñ১৩টি গাড়ীর চাকার টায়ার কেটে দেয়। ফলে ঝলকাঠীর শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের গাড়ী চলাচলে কোন বাধা না থাকলেও মালিক সমিতির সদস্য হওয়ায় আমরাও এধর্মঘটে সমর্থন জানিয়ে বাস চলচাল বন্ধ রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।