Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ডে মোড়ানো সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও ভারতের একাধিপত্য। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। হাই স্কোরিং এই ম্যাচ জিতে সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে ভারতীয় দল।

গত পরশু টস জিতেও ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। তাতে অবশ্য কপাল পুড়েছে সফরকারীদেরই। রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে তারা। ২ উইকেট হারিয়ে করে ২২৪ রান। রোহিত ও কোহলির ওপেনিং জুটি গড়ে দেয় মূল ভিত। রোহিত ৩৪ বলে ৬৪ রানে ফিরলে কোহলি অপরাজিত থাকেন ৫২ বলে ৮০ রানে। রোহিতের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়। আর কোহলির ইনিংসে ছিল ৭টি চার ও ২ ছয়।

জবাবে ডেভিড মালান ও জস বাটলার হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতানোর সম্ভাবনা তৈরি করলেও বোলাররা ম্যাচ ছিনিয়ে আনে তাদের কাছ থেকে। ঠাকুরের বলে বোল্ড হয়ে মালান ৪৬ বলে ৬৮ রান করে ফিরেছেন। ভুবনেশ্বরের বলে বাটলার ফেরেন ৫২ রানে। বাকিরা সেভাবে ভ‚মিকা রাখতে না পারায় ৮ উইকেটে ১৮৮ রান তুলতে পারে ইংল্যান্ড। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। দুটি নিয়েছেন ভুবনেশ্বর কুমার, একটি করে পান্ডিয়া ও নটরাজন। ম্যাচ সেরা ভুবনেশ্বর, সিরিজ সেরা হয়েছেন কোহলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ