বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পারিবারিক কলহে উখিয়ায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।
উখিয়া রাজাপালং দক্ষিণ হরিণমারা এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (২১ মার্চ) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং হরিণমারা গ্রামের আলী আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগমকে পড়ে থাকতে দেখে।
তবে তারা স্বামী-স্ত্রীর জগড়ার মধ্যে এক পর্যায়ে লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।