বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যাত্রী হিসাবে যুবক-যুবতিতে পরিবহন করার খেসারত দিচ্ছে নিরহ এক অটো চালক। কারন ঐ যুবক-যুবতি পালিয়ে বিয়ে করায় মেয়ের স্বজনেরা অটো চালককে দায়ী করে নির্যাতন চালায়। নির্যাতনের শিকার অটো চালক এখন দিনাজপুর সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের দপ্তরিপাড়া এলাকায়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ মার্চ শনিবার সকালে দপ্তরীপাড়া এলাকার হিরন ফকিরের মেয়ে মীম ও ইদ্রিস আলীর পুত্র নাঈম পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্কের কারনে একসাথে পালিয়ে যায়। তারা ওই এলাকার অটো চালক রনির অটোবাইকে উঠে যায়। ফলে তাদের পালিয়ে যাওয়াতে রনির সংশ্লিষ্টতা আছে মর্মে অভিযোগ করে রণির উপর মানবিক নির্যাতন চালায় মেয়ের স্বজনেরা। তারা অটো চালক রনিকে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে। নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে। তারা একে একে পালিয়ে যায়। এলাকাবাসীর তাতে সন্দেহ হলে রনির বাড়িতে খবর দেয়। রনির বাড়ীর লোকজনসহ এলাকাবাসী রনিকে উদ্ধারের জন্য হিরন ফকিরের বাড়ীতে গেলে তারা সবাই বাড়ী থেকে পালিয়ে যায়। পরে রনিকে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ২০ মার্চ সন্ধ্যায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অটো চালক রনির শ্বশুর মোঃ আব্দুল ওরফে চাল্লু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।