Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ স্পোর্টিংয়েই জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের আই লিগ মিশন শেষে দেশে ফিরে এসেছেন জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলা লাল-সবুজের অধিনায়ক পরশু রাতে ঢাকায় ফিরে গতকাল সকালে নিজ ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে অনুশীলনও করেছেন। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডতে আছে বাংলাদেশ জাতীয় দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্টের খেলা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের। টুর্নামেন্টে খেলতে অধিনায়ক জামাল ভূঁইয়া আগামীকাল নেপাল যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে নেপাল যাওয়ার আগেই ঘরোয়া ফুটবলের আগামী মৌসুমে দল চুড়ান্ত করেছেন এই মিডফিল্ডার। আগামী মৌসুমের জন্য জামাল আগের মতোই বাৎসরিক ৬৬ লাখ টাকায় তার পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়েই চুক্তিবদ্ধ হয়েছেন কাল। শুধু আগামী মৌসুমেই নয়, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে সাইফের পক্ষে খেলার কথাও ক্লাবটির সঙ্গে পাকা করেছেন জামাল। তথ্যটি নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী।
চুক্তিতে স্বাক্ষর করে তিনি বলেন, ‘জামাল সব সময় আমাদেরই খেলোয়াড় ছিল। মাঝে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলেছে। এখন আগামী মৌসুমের জন্যও তার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আগের মতো বছরে ৬৬ লাখ টাকা আমরা দেবো জামালকে। আর ভবিষ্যতে অন্য কোনো ক্লাব ওকে চাইলে সেটা পরে দেখা যাবে।’ নাসিরুদ্দিন চৌধুরী যোগ করেন, ‘সে ২০১৭ সাল থেকে আমাদের সঙ্গে আছে। আমরা চাই ওকে ঘরের ছেলে হিসেবে রাখতে। জিদান-পিরলোদের মতো একসময় ভবিষ্যতে কোচ হিসেবেও দেখতে চাই জামালকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামাল

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ