Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্বোডিয়াকে হারালেন জামালরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৬ এএম

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারালেন জামাল ভূঁইয়ারা। গতকাল রাতে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১-০ গোলে হারায় স্বাগতিকদের। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। ম্যাচের ২৩ মিনিটে রাকিবের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত লিড ধরে রেখেই মাঠ ছাড়ে লাল-সবুজরা। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে এটিই জামালদের প্রথম জয়। ম্যাচে ফেভারিটের মতো খেলেই জয় নিয়ে মাঠ ছাড়েন রাকিব-জামালরা। এ মাসের ফিফা উইন্ডোতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। ২৭ সেপ্টেম্বর ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম্বোডিয়াকে হারালেন জামালরা

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ