Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাত্তাই পেল না বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১১:০২ এএম

লক্ষ্য সামান্য, মাত্র ১৩২। ঘরের মাঠ সঙ্গে চেনা কন্ডিশন ও উইকেট। তাই তো বাংলাদেশের বোলারদের চাপে ফেলতে সময় নেননি মার্টিন গাপটিল। হাসান মাহমুদ-মুস্তাফিজুর রহমানদের কোনো প্রকার সুযোগই দেননি এই কিউই ওপেনার। ৫ ওভারে ৩ চার ও ৪ ছক্কায় গাপটিল দলকে এনে দেন ৫০ রানের পুঁজি।

ডানহাতি এই ব্যাটসম্যান অবশ্য থেমেছেন তাসকিন আহমেদের গতিতে। ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে গাপটিলকে ক্যাচ আউট করেছেন তিনি। ১৯ বলে ৩৮ রান করেন এই ওপেনার। এই ওভারে ১৪১ গতিতেও বোলিং করে নজর কেড়ে নেন তাসকিন।

গাপটিল ফিরলেও দলকে চিন্তায় ফেলেননি হেনরি নিকোলস এবং অভিষিক্ত ডেভন কনওয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ ওভারে দলকে এই দুজন এনে দেন শত রানের পুঁজি। কিন্তু জয় থেকে ১৩ রান দূর থাকাকালে হাসানকে এগিয়ে মারতে গিয়ে ২৭ রানে মাহমুদউল্লাহ'র তালুবন্দি হন কনওয়ে।

সঙ্গী হারালেও আরেক অভিষিক্ত উইল ইয়াংকে সঙ্গে নিয়ে নিকলস দলকে জয়ের কাছে নিয়ে যান। হাসানকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ইয়াং। মামুলি লক্ষ্য আটকাতে বাংলাদেশের আর কোনো পরিকল্পনাই এদিন কাজে আসেনি। হেসে খেলে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় টম ল্যাথামের দল। ১০০তম ওয়ানডেতে অধিনায়কের দায়িত্বে থাকা ল্যাথাম শেষ হাসি নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে মাহমুদউল্লাহ রিয়াদ একটু আশার আলো দেখিয়েছিলেন। উইকেটে টিকে থাকার সঙ্গে ধীরগতিতে তুললেও ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত তিনিও সতীর্থদের দেখানো পথেই হেঁটেছেন।

প্যাভিলিয়নে ফেরার আগে স্কোরবোর্ডে লেখে গিয়েছেন দলের সর্বোচ্চ দলের সর্বোচ্চ রান (২৭) সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে নিজের নাম। মাহমুদউল্লাহ ছাড়া মুশফিকুর রহিম করেছেন ২৩ রান। লিটন দাস ১৯, শেখ মেহেদী ১৪ এবং তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৩ রান।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ১৩১ রানে। আগে ব্যাট করে গত ৩ বছরে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এটি। কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে ২০০৭ সালের পর সর্বনিম্ন। ট্রেন্ট বোল্ট একাই নেন ৪ উইকেট। জেমস নিশাম এবং মিচেল স্যান্টনারের শিকার দুটি।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১ অল আউট (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ২৩) (নিশাম ২/২৭, বোল্ট ২/২৭)
নিউজিল্যান্ড: ২১.২ ওভারে ১২১/২ (নিকলস ৪৯*, গাপটিল ৩৮) (তাসকিন ১/২৩)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ