Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছেনা স্বাগতিক শ্রীলঙ্কার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। গতপরশু রাতে কলম্বোয় লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ১৩ বল হাতে রেখেই পৌঁছে যায় অজিরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন তিনে নামা চারিথ আসালাঙ্কা। কুসল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৬ রান। অধিনায়ক দাসুন শানাকা করেন ১৪ রান।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। জয়ের বন্দরে নোঙর করার ম্যাথু ওয়েড ও জাই রিচার্ডসন। ওয়েড ২৬ বলে ২৬ ও রিচার্ডসন ২০ বলে ৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফিঞ্চ ২৪, ওয়ার্নার ২১ ও ম্যাক্সওয়েল ১৯ রান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ অস্ট্রেলিয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ