Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জয়ে সিরিজ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৪ এএম

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আফগানিস্তানের কাছে পাত্তা পেল না জিম্বাবুয়ে। আফ্রিকানদের ৪৫ রানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানরা। আফগানিস্তানের দেয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৪৮ এর বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

গতকাল আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। আফগানদের পক্ষে করিম জানাত সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া উসমান ঘানির ব্যাট থেকে আসে ৪৯ রান। শেষদিকে মাত্র ১৫ বলে ৪০ রান করে ফেরেন মোহাম্মদ নবী। ব্লেসিং মুজারাবানি সর্বোচ্চ ২টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে রায়ান বার্লের ৪০ রানের ইনিংস ছাড়া আরকেউ জ্বলে উঠতে না পারায় ১৪৮ রানেই গুটিয়ে যায় শেন উইলিয়ামসনের দল। রশিদ খান তিনটি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান নাভিন-উল-হক ও নবী।
আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে আফগানদের লক্ষ্য হোয়াইটওয়াশ। আর জিম্বাবুয়ে চাইবে অন্তত একটি জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ