Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

মোদিকে এনে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবেন না- পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৮:১৪ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ১৯ মার্চ, ২০২১

স্বাধীনতার ৫০তম সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ইসলাম ও মুসলিম উম্মাহর দুশমন নরেন্দ্র মোদিকে এনে অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত।

প্রতিনিয়ত বাংলাদেশী সীমান্তে মুসলিম হত্যা করা হচ্ছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রেখেছে বাংলাদেশকে। সময়ে অসময়ে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশকে গ্রাস করছে ভারত। আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, ২৬টি কোরআনের আয়াতকে বাতিল চেয়ে করা রিটকে খারিজ করে দিয়ে দিতে হবে। তিনি বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছে। কাজেই ভারতের সাথে আপোষ করে দেশ বিরোধী যে কোন চুক্তি থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ