Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট চালু উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৭:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে বরিশালে আকাশে পুনরায় জাতীয় পতাকাবাহী বিমান ডানা মেলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার সবার সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, ২৬ মার্চ থেকে বিমান অত্যন্ত যাত্রীবান্ধব সময়সূচী অনুযায়ী চলবে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিমান-এর উপহারকে তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় এবং বরিশাল থেকে সকাল ৯.৪০ টায় বিমান ‘ড্যাস-এইট কিউ-৪০০’ উড়োজাহাজে যাত্রী বহন করবে। পাশাপাশি বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩ টায় এবং বরিশাল থেকে বিকেল ৪.৪০টায় ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সভায় বরিশাল সেক্টরে বিমান লাভজনক ভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান-এর জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ড। তিনি জানান, বিমান-এর ‘ড্যাস-এইট কিউ-৪০০’ উড়োজাহাজগুলো বর্তমান করোনা সংকটে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ৯৯.৯৮% দুর করতে ‘হেপা কিলট্রেশন’ পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে। এমনকি যাত্রীদের জন্য বিমান অভ্যন্তরে প্রতি তিন থেকে চার মিনিট পর বাতাস বিশুদ্ধ করা হবে বলেও জানান বিমান ব্যবস্থাপক। নতুন মডেলের উড়োজাহাজ গুলোর জানালার আকার বড় করা ছাড়াও পা রাখার স্থানও প্রশস্ত করা হয়েছে বিমান-এর নতুন প্রজন্মের উড়োজাহাজে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বিমান-এর ফ্লাইট পরিচালনায় জেলা প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগীতারও আশ্বাস দেন। গণমাধ্যম কর্মীদের তরফ থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বিমান-এর চট্টগ্রামÑযশোর ফ্লাইটে বরিশালকে সংযুক্ত করারও দাবী জানান হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ