Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের সঙ্গে কেউ লাগতে এলে পিছিয়ে যাবো না : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) সতর্ক করে চীন বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দিলে তাতে চীনকে ফেরাতে পারবে না। তাছাড়া ব্রাসেলস চীনের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর রাষ্ট্রদূতরা আশা করছেন দ্রæতই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর জবাবে ইউরোপিয়ান ইউনিয়নে চীনের রাষ্ট্রদূত ঝাং মিং মঙ্গলবার অনলাইনে এক সেমিনারে বলেছেন, আমরা সংলাপ চাই। যুদ্ধ চাই না। যদি কেউ আমাদের সঙ্গে লাগতে আসে, আমরা পিছিয়ে যাব না। গত সপ্তাহে ইইউয়ের ক‚টনীতিকরা বলেছেন, ইইউয়ের গৃহীত পদক্ষেপের মধ্যে থাকতে পারে চীনের চারজন কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করা। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ