বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের টিকা নিয়েও করোনার হাত থেকে রক্ষা পেলেন না নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভ‚ঁইয়া। এক মাস আগে করোনার টিকা নিয়ে এক মাসের ভিতরেই করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার রাতে ইন্তেকাল তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান সফর আলী ভ‚ঁইয়া দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সফর আলী ভ‚ঁইয়ার মৃত্যুর খবরে মাধবদী তথা নরসিংদী এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভগিরাতপুর লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন নরসিংদী সদরের এমপি লে কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু, আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, নবনির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক। নামাজে জানাজা শেষে তাকে তার টাটাপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।