Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে যত সেনা আছে বলে জানানো হয়েছে প্রকৃতপক্ষে দেশটিতে তার চেয়ে আরো বেশি মার্কিন সেনা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন দাবি করছে যে, তালেবানের সঙ্গে চুক্তির আওতায় তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পথ অনুসরণ অব্যাহত রাখবে তখন এই তথ্য বের হলো। আমেরিকা, ইউরোপ ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনা সংখ্যা প্রকৃতপক্ষে সাড়ে তিন হাজার কিন্তু পেন্টাগন দাবি করছে, আফগানিস্তানে আড়াই হাজার সেনা মোতায়েন করা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন যে সেনাসংখ্যার কথা বলছে তা আসলে সঠিক সংখ্যা নয়। এতে আরো বলা হয়েছে, মার্কিন সেনা সংখ্যা সাড়ে তিন হাজার; এর সঙ্গে রয়েছে ন্যাটো জোটের আরো প্রায় সাত হাজার সেনা। ন্যাটো জোটের এসব সেনা মার্কিন রসদের ওপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে মার্কিন সেনারা। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকার ও তালেবানের মধ্যে যে কথিত শান্তি চুক্তি হয় তার আওতায় চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন কিনা তা দিয়ে দ্বিধা-দ্ব›েদ্ব রয়েছেন। নিউ ইয়র্ক টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ