Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা বিরোধী প্রচারণা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৭:৪৯ পিএম

দক্ষিণাঞ্চলে আবার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রাস্তা-ঘাটে জনসমাগমস্থলে ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ শ্লোগান নিয়ে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন।

মঙ্গলবার মহানগরীর টাউন হলের সামনে থেকে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের যাত্রা শুরু করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে নগরীর বিভিন্ন স্থানে করোনা সংক্রমনরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ২ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে করোনা সংক্রমণ ক্রমাাগত বাড়লেও দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যবিধি মানার ব্যপারে খুব আগ্রহ লক্ষণীয় নয়। ৯০ভাগেরও বেশী মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। এক্ষেত্রে যুবসমাজের ভূমিকা আশংকাজনক। তারা দেখাচ্ছেন নানান অজুহাত।

আর এর মধ্যেই জাতির পিতার জন্মশতাবর্ষিকী, স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তি, শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী পালনের জন্য বরিশালে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ