মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। বাশার পত্নীর বিরুদ্ধে অভিযোগ, সিরিয়ায় সন্ত্রাসী কর্মকান্ডে উসকানি ও উৎসাহ দিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসমা আল আসাদ একই সঙ্গে সিরিয়া ও ব্রিটেনের নাগরিক। এই অভিযোগ প্রমাণিত হলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে। রোববার স্কাই নিউজকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা গত বছরের জুলাইতে একটি সুপারিশ পেয়েছে যার সঙ্গে সিরিয়ায় চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে। সুপারিশটি যুদ্ধাপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে। লন্ডন ভিত্তিক একটি যুদ্ধ-কেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা গুয়ের্নিকা থার্টি সেভেন আসমার বিরুদ্ধে এই অভিযোগ আনে। জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের জবাবদিহিতা নিশ্চিতে এটি একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে। সংস্থাটির প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যান বলেন, আসমার ওপর সন্দেহ রয়েছে যে- তিনি কিছু কর্মকান্ডে উসকানি দিয়েছেন যার ফলে সিরিয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। স্কাই নিউজ, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।