পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন স্কুল ভবনের সেফটি ট্যাংকির ভেতরে ঢুকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম নিহতদের লাশ উদ্ধার করেছে। শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় এক শিক্ষক জানান, গতকাল সকালে তমা কনস্ট্রাকশনের ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির ভেতরে কাজ করতে নেমেছিল তিন শ্রমিক। কিন্তু তাদের কোন সাড়া শব্দ না পেয়ে সাথের শ্রমিকদের মাঝে হৈচৈ পরে যায়। এলাকাবাসী এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে।
তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হবে এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনও এসেছে। একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তথ্য উদঘাটন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।