মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এ বছরই সীমান্ত খুলে দেয়া হতে পারে বলে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লং। বিশ্বের বেশিরভাগ দেশই এর মধ্যেই ভ্যাকসিন কার্যক্রম শুরু করায় চলতি বছরের শেষেই সীমান্ত খুলে দেয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের। দক্ষিণ এশিয়ার দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে ব্যবসায়িক বা পেশাগত কাজে ভ্রমণের অনুমতি রয়েছে। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে লি বলেন, ‘চলতি বছরের শেষ পর্যন্ত যদি সব দেশ তাদের অধিকাংশ মানুষকে ভ্যাকসিন প্রদান করতে পারে তবে আমরা এ বিষয়ে আশ্বস্ত হতে পারব এবং আন্তর্জাতিক সীমান্ত ভ্রমণকারীদের জন্য খুলে দিতে পারব।’ তিনি বলেন, এটা সম্ভবত চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই হতে পারে। এই সময়ের মধ্যেই আমরা ভ্রমণকারীদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করতে পারব। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।