Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্যাতনের অভিযোগে কিশোরের মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৩:১৩ পিএম

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতনের অভিযোগ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১০ই মার্চ নির্যাতনের অভিযোগে মামলার আবেদন করেন কিশোর। তাকে আটকের পর নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ওই আবেদনে আজ আদেশ দেন বিচারক। আদেশে পিবিআই’র একজন এসপি পদ মর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ই এপ্রিল ২০২১ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, ৩ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য জখমের বিষয়ে যথযথ অনুসন্ধান পূর্বক ২৪ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ১৪ মার্চ, ২০২১, ৩:৫৩ পিএম says : 0
    বিষয়টি দেখলাম তার পর কি হবে।যাহা করেছে সরকার করেছে।কিন্তু আমার দৃষ্টিতে কিছুই হবে নাবড় আমলারা সহজে বেছে যাবে।কিন্তু যদিওকিছু হয় গরিব কর্মচারীদের হবে তাদের ফাঁসাতে হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ