Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ দেশের সমন্বয়ে হচ্ছে মার্কিনবিরোধী জোট

এবার পরমাণু চালিত রণতরী বানাচ্ছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেটির অবসানে একজোট হচ্ছে বেশ কয়েকটি দেশ। ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ যুক্তরাষ্ট্রের এই একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে। খবর রয়টার্সের। এ জোটে আরও রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া এই জোটে আরও থাকছে- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ। মার্কিনবিরোধী এসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে। কখনও কখনও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। যুক্তরাষ্ট্রে কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে। সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অপর এক খবরে বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের নৌ শক্তি বাড়াতে আরও একটি বিমানবাহী রণতরী বানাচ্ছে চীন। দেশটির সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রণতরীটি ‘পরমাণু শক্তি চালিত’ হতে পারে। চীনা নৌবাহিনীর ঘনিষ্ঠ একজন ব্যক্তির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চতুর্থ বিমানবাহী রণতরী তৈরির মধ্য দিয়ে ‘গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপারে’ আগ্রহী জাহাজ নির্মাতারা। ওই সূত্রটি জানায়, এটা জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আরেকটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, নিজেদের ‘চতুর্থ রণতরী পরমাণু শক্তি চালিত’ করার প্রস্তাব খতিয়ে দেখছে চীনের কর্মকর্তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সে বিষয়ে ওই ব্যক্তি কিছু জানাননি। তবে ‘এটা চ্যালেঞ্জে ভরা একটি সাহসী সিদ্ধান্ত’ হবে বলে জানান তিনি। চীন অবশ্য এই চতুর্থ রণতরী তৈরির কাজ দুই বছর আগেই শুরু করেছিল। তবে দুই বছর ধরে স্থগিত থাকার পর চলতি বছর আবারও এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই চীনের দুটি বিমানবাহী রণতরী তাদের কার্যক্রম চালাচ্ছে। তৃতীয়টিও এ বছর কার্যক্রম শুরু করবে। তবে এগুলো কোনটাই পরমাণু শক্তি চালিত নয়। রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ