Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে অন্তর্বর্তী জোট গঠনে একমত যুক্তরাষ্ট্র-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণে ‘অন্তর্বর্তীকালীন প্রশাসন’ গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ প্রস্তাবে সমর্থন আছে বলে জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী আফগান শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র যখন দোলাচলে, তখন মধ্যপ্রাচ্যের ওই দেশে শান্তি প্রতিষ্ঠায় নতুন সমাধানের প্রস্তাব সামনে এলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংনকেনের একটি চিঠির বরাত দিয়ে নতুন প্রস্তাবের কথা জানায় আফগান সংবাদমাধ্যমগুলো। তারা জানায়, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আহবান জানিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান প্রতিনিধি ও অন্য প্রতিনিধিদের উদ্দেশে চিঠি দিয়েছেন ব্লিনকেন। তার প্রস্তাবে আরো বলা হয়েছে, তালেবানদের সঙ্গে চুক্তির উদ্দেশ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তুরস্কের আলোচনার আয়োজন করা হবে। প্রেসিডেন্ট গনি অন্তর্বর্তীকালীন জোটের কাছে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তালেবানরাও এ সরকারের অংশ হতে রাজি হয়নি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরু করা দোহা শান্তি আলোচনায়ও সমাধানে পৌঁছতে পারছে না আফগান সরকার ও তালেবান পক্ষ। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, আফগানিস্তান ও তালেবান প্রতিনিধিদের উপস্থিতিতে মস্কোয় আগামী ১৮ মার্চ শান্তি আলোচনার আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আফগান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মস্কোর সমর্থন আছে বলেও জানান জাখারোভা। এ ছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চেভুসগলু শুক্রবার জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকে নিয়ে আলোচনা অনুষ্ঠানে তারা মধ্যস্থতা করবে। মেভলুত বলেন, ‘এটি কাতার আলোচনার বিকল্প নয়, বরং পরিপূরক।’ অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা রয়েছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের কথা জানিয়েছেন। তবে আফগানিস্তানে মার্কিন সৈন্যের অবস্থানের প্রতি সমর্থনের কথা জানিয়েছে ভারত। আফগানিস্তানের প্রতিবেশী দেশটি মনে করে, সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন সেনাদের উপস্থিতি প্রয়োজন রয়েছে। আল-আরাবিয়া, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ