Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দেখছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

প্রথম টেস্টে ১০ উইকেটে হারের প্রতিশোধ নিতে যেন মরিয়া হয়ে উঠেছে আফগানিস্তান। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ফলোঅনের লজ্জায় ফেলে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৪ রান তুলেছে জিম্বাবুয়ে। এখনও তারা আফগানদের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে ২৩৪ রানে। এখনো ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আছে শন উইলিয়ামসের দল।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৪৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। বড় সংগ্রহের জবাব দিতে নেমে জিম্বাবুয়েও একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল। ২ উইকেটেই তুলে ফেলেছিল ১৪৫ রান।
কিন্তু রশিদ খান, আমির হামজা, সাঈদ শিরজাদরা ২৮৭ রানের বেশি এগোতে দেননি জিম্বাবুয়েকে। টপ অর্ডারের প্রিন্স মাউভারে (৬৫), কেভিন কাসুজা (৪১), তারেসাই মুসাকান্দার (৪১) পর লড়াই করেছিলেন সিকান্দার রাজা।
তবে রাজার একক লড়াই ফলোঅন এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৮৫ রান করে। এছাড়া রেগিস চাকাভা করেন ৩৩ রান।
আফগানিস্তানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন রশিদ খান, ৩টি শিকার আমির হামজার। এছাড়া সাঈদ শিরজাদ নেন ২ উইকেট। ২৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। শেষ বিকেলে ১৩ ওভার অবশ্য দেখেশুনে কাটিয়ে দিয়েছেন প্রিন্স মাউভারে আর কেভিন কাসুজা। মাউভারে ৩ আর কাসুজা ২০ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ