Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের সামনে বেপরোয়া ট্রাকে মায়ের মৃত্যু

২৪ ঘণ্টায় মৃত আরো ৭ : আহত ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন খোদেজা। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ছেলের চোখের সামনে মারা যান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৫০ জন। খাগড়াছড়ি, কক্সবাজার, সিরাজগঞ্জ, যশোর, পঞ্চগড়, চট্টগ্রাম ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ছেলের চোখের সামনেই দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে খোদেজা বেগম নামের (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বগুড়ার শেরপুর উপজেলার আরছনগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
যশোর : যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন কয়লা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইজিবাইক চালক শহিদুল ইসলাম। তিনি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে। অপর নিহতের পরিচয় মেলেনি।
খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে মাহিন্দ্রর ধাক্কায় নিতাঞ্জল চাকমা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে পানছড়ির কুড়াদিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. জাহিদ ও আয়েশা বেগম নামে আরও দুইজন আহত হয়েছে। নিহত নিতাঞ্জল চাকমা (৩৫) পানছড়ির লতিবান ইউনিয়নের লতিবান গ্রামের জগলেন্দু চাকমার ছেলে।
কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্টার লাইনের যাত্রীবাহী বাস উল্টে মো. শাহেদ নামে একযুবক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল ভোর ৫টায় চকরিয়া হারবাং বানিয়ারছরায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। জানা গেছে, আহতদের মধ্যে পিংকু, সাকিব আল মাহমুদ নামের দুইজনের পরিচয় মিলেছে। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড় : পঞ্চগড়ে এস্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের কমলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তার হোসেন (৩২) এবং আব্দুর রহমান (৩০)। আহত ব্যক্তির নাম সুকুমার। তিনি চালকের সহকারী। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্র জানায়, গভীর রাতে এস্কেভেটরবাহী ট্রাক্টরটি পঞ্চগড় শহর থেকে আটোয়ারীর দিকে যাচ্ছিল। কমলাপুর এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে যায় ট্রাক্টরটি। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়েন এস্কেভেটরের দুই চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চালকের সহকারী সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সড়কের ওপর ব্রিজের কাজ হচ্ছে, এটা হয়তো চালক বুঝতে পারেননি।
চট্টগ্রাম : সীতাকুন্ডের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে দ্রæতগামী মাইক্রোবাসের ধাক্কায় মংকরই ত্রিপুরা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বার আউলিয়া ফুলতলা জুম্মা পাড়ার বাসিন্দা পদ্ম ত্রিপুরার স্ত্রী ছিলেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া : বগুড়ার শেরপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে চাঁন মিয়া (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা একটার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর দুইজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লাল চাঁন মিয়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।
ছাতক (সুনামগঞ্জ) : সিলেট-সুনামগঞ্জ সড়কে একদিনে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। পৃথক দুর্ঘটনায় ৪৩জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে সুনামগঞ্জ সদর ও কৈতক হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ